দুমকিতে জামাত-বিএনপির ষড়যন্ত্র রুখতে আওয়ামীলীগের প্রতিবাদ

বিএনপি - জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে দুমকিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ৫মার্চ) বিকাল ৫ টায় উপজেলা আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠন একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সাধারণত সম্পাদক মো.সেলিম আকন এর সঞ্চালনায় উক্ত মিছিল ও প্রতিবাদ সভায় উপজেলা এবং ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে মো.আবুল কালাম আজাদ সভাপতির বক্তব্যে জানান, জননেত্রী শেখ হাসিনার বিচক্ষন নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আর উন্নয়নের অগ্রযাত্রা চলমান রাখার জন্য আওয়ামীলীগের বিকল্প নেই। তিনি বলেন যারা সরকারের নামে এবং দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য দেশবিরোধী ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে দুমকি উপজেলা আওয়ামীলীগ সর্বদা সোচ্চার রয়েছে এবং কঠোর হস্তে তাদের প্রতিহত করা হবে।